আমাকে নিয়ে মা তার এক আত্মীয়ের বাড়িতে যাবে । আমি বললাম , কেন ? মা বললো যে , বাবা আর আমাদের সংসার চালাতে পারছে না ।
খাওয়া জুটবে না । পড়াশোনা হবে কি করে ? ভীষণ চিন্তায় পড়ে গেলাম । সারা রাত ভালোভাবে ঘুমাতে পারলাম না । সকালবেলায় মা আমাকে নিয়ে বাসে উঠলো। মা যে কোথায় যাচ্ছে আমি নিজেই জানি না। মা আমাকে নিয়ে বাস থেকে নেমে আবার ট্রেন ধরলো । মা তার পরিচিত ষ্টেশনে আমাকে নিয়ে নামলো ।মা একটা হোটেল খুঁজতে লাগলো ।
মা বললো -” সে নিজে ছোট্টবেলায় এসেছে । আজ পথ ঘাট সব বদলে গেছে ।” মা তার আত্মীয়ের হোটেল খুঁজে পেলো । আত্মীয়কে মা বললো-” আমার ছেলেকে নিয়ে এসেছি । তোমার হোটেলে একটা কাজ দাও।”মায়ের আত্মীয়, নাম নীলমাধব ।
খাওয়া জুটবে না । পড়াশোনা হবে কি করে ? ভীষণ চিন্তায় পড়ে গেলাম । সারা রাত ভালোভাবে ঘুমাতে পারলাম না । সকালবেলায় মা আমাকে নিয়ে বাসে উঠলো। মা যে কোথায় যাচ্ছে আমি নিজেই জানি না। মা আমাকে নিয়ে বাস থেকে নেমে আবার ট্রেন ধরলো । মা তার পরিচিত ষ্টেশনে আমাকে নিয়ে নামলো ।মা একটা হোটেল খুঁজতে লাগলো ।
মা বললো -” সে নিজে ছোট্টবেলায় এসেছে । আজ পথ ঘাট সব বদলে গেছে ।” মা তার আত্মীয়ের হোটেল খুঁজে পেলো । আত্মীয়কে মা বললো-” আমার ছেলেকে নিয়ে এসেছি । তোমার হোটেলে একটা কাজ দাও।”মায়ের আত্মীয়, নাম নীলমাধব ।